Question:
কিভাবে বুঝবো আমার ইন্টারনেট কানেকশন আছে কি না ?
Answer:
Windows 7,8 অথবা তধোর্ধ ভার্সনের Status Bar এর ডান কোনায় Sound আইকন এর পাশে একটি কম্পিউটার সদৃশ চিহ্ন আছে, একে Network Icon বলা হয় ।
(নিচের চিত্রটি লক্ষ্য করুন)
ইনসেটে বর্ণিত-
- ১ নং এর মানে আপনার পিসি নেটওয়ার্কের সাথে যুক্ত আছে এবং সিস্টেম Network Access এর জন্য উপযুক্ত, অর্থাৎ আপনার পিসিটি এখন ব্রাউজিং-এর জন্য প্রস্তুত ।
- ২নং এর অর্থ- আপনার পিসি নেটওয়ার্কের সাথে যুক্ত কিন্তু সিস্টেম থেকে Network Access বন্ধ আছে অর্থাৎ ব্রাউজ করা যাবে না । তবে সিস্টেম থেকে Network Access চালু করে দিলে ১নং এর মত সিগন্যাল দেখাবে এবং পিসি থেকে ইন্টারনেট ব্রাউজ করা যাবে । (Network Access চালু বা বন্ধ করার প্রকৃয়া পর্যায়ক্রমে বর্ণিত হবে)
- ৩নং এর অর্থ আপনার সংযোগ বিচ্ছিন্ন আছে । ল্যাপটপে অথবা যে সকল ডেক্সটপ কম্পিটারে WiFi Adapter রয়েছে সে সকল কম্পিউটারে ৪নং সিগন্যাল দেখাবে, উভয়ের অর্থ একই । তবে Adapter সিস্টেম থেকে বন্ধ রাখলে অথবা খুলে ফেললে ৩নং দেখাবে ।
পরবর্তী প্রশ্ন:- Network Access On/Off করবো কিভাবে?
No comments:
Post a Comment